রাজবাড়ীতে কমেছে হালি পেঁয়াজের ফলন

|

খরার পাশাপাশি জমিতে প্রয়োগ করা সার-কীটনাশক যথাযথভাবে কাজ না করায় রাজবাড়ীতে হালি পেঁয়াজের ফলন কমছে। উৎপাদন খরচ তুলতে পারছেন না চাষিরা। দাবি তুলেছেন, প্রতি মণের দাম ২ হাজার টাকা নির্ধারণের।

পেয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে রয়েছে রাজবাড়ী। এখন হালি পেঁয়াজ উঠাতে ব্যস্ত সময় পার করছেন ওই অঞ্চলের চাষীরা। বলছেন, এক বিঘা জমিতে পেঁয়াজ আবাদে খরচ হয় ৩৫ হাজার টাকা। ফলন সর্বোচ্চ ৩৫ মণ, আবার অনেকে পেয়েছেন মাত্র ১০ মণ।

তাদের অভিযোগ, নিম্নমানের সার-কীটনাশক ব্যবহারের ফলে ফলন ভালো হয়নি। দামও পাচ্ছেন কম। মানভেদে প্রতিমণ বাজারে বিক্রি করছেন ৬শ’ থেকে ৯শ’ টাকায়। প্রতি বিঘাতে অনেকের লোকসান ৫ থেকে ৭ হাজার টাকা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply