শরীয়তপুরে কীর্তিনাশা নদীতে হঠাৎ ভাঙন, জনমনে আতঙ্ক

|

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কীর্তিনাশা নদীতে হঠাৎ করেই দেখা দিয়েছে ভাঙন।

বুধবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের চর পালং এলাকার রাজগঞ্জ থেকে আড়ীগাঁও যাওয়ার সড়কের ১০০ মিটার অংশ হঠাৎ করেই নদীতে দেবে যায়। এ সময়ে ভাঙন কবলিত এলাকার জনবসতিতে আতঙ্কের সৃষ্টি হয়। ভাঙনের কারণে ঝুঁকিতে পড়েছে অন্তত ৩০টি বাড়ি।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখেন সড়কটির পুনর্নির্মাণ কাজের ১০০ মিটার এলাকার সড়কটি ধসে কীর্তিনাশা নদীতে পড়ে গেছে। সড়কটি চলাচলের জন্য নিষিদ্ধ থাকায় কেউ দুর্ঘটনা শিকার হয়নি।

২০১৭ সালের পরে এই সড়কটি নদীতে ভেঙে যাওয়ার কারণে যাতায়াত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘদিন পরে সড়কটি পুনর্নির্মাণের জন্য চলমান কাজের সময়ে নদী ভাঙনের শিকার হয় সড়কটি। ফলে যাতায়াতের অনিশ্চয়তার মধ্যে এই এলাকার মানুষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply