সরকার প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, তাই বিএনপির অংশ নেয়া দরকার: কাদের

|

সরকার প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন চায়, এজন্যই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ দরকার, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, নির্বাচনে অংশগ্রহণ কারও দান বা কৃপা নয়। এটা বিএনপির অধিকার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ময়মনসিংহের ব্রক্ষপুত্র নদের ওপর কেওয়াটখালী ব্রিজ নির্মাণে পরামর্শক নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন করবে ইসি, আওয়ামী লীগ অংশ নেবে। পাঁচ সিটি নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না সেটা তাদের বিষয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নভেম্বরে বিআরটিসির বহরে ১০০ ডাবল ডেকার এসি বাস যুক্ত করা হবে। এগুলো ঢাকা সিটির যানজট কমাতে সাহায্য করবে। ভিআইপিরা রং সাইডে চলাচল করেন বলে অনেক সময় যানজট হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply