টানা কয়েক দিনের তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। রাজধানীতে জীবনের প্রয়োজনে বাইরে বের হওয়া প্রায় প্রতিটি মানুষের গরমে হাঁসফাঁস অবস্থা। সবচাইতে বিপদে খেটে খাওয়া মানুষ।
তবে আবহাওয়া অফিস এখনও কোনো সুখবর দিতে পারছে না বৃষ্টির বিষয়ে। জানিয়েছে, এমন তীব্র গরম অব্যাহত থাকবে আরও কয়েক দিন। কালবৈশাখী ঝড়ের আভাসও নেই।
তীব্র রোদে সড়কে বেড়েছে ধুলোবালি, পাশাপাশি গরম বাতাসও। এ থেকে মুক্তি পেতে নাগরিকরা সড়কে পানি ছিটানোর দাবি জানিয়েছেন। জানান, তাতে করে রাস্তায় নামা লোকজনের খানিকটা স্বস্তি মিলতো।
কেবল রাজধানী নয়, তাপদাহে পুড়ছে দেশের বেশিরভাগ জেলা। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী লঘুচাপের কারণে দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। এতে তীব্র গরম অনুভূত হচ্ছে। বেশিরভাগ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
/এমএন
Leave a reply