Site icon Jamuna Television

দিল্লিতে গুঁড়িয়ে দেয়া হলো ২০০ বছর পুরনো মসজিদের একাংশ

দিল্লিতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে আড়াইশো বছরের পুরনো একটি মসজিদের একাংশ। পৌর প্রশাসনের দাবি, অনুমতি ছাড়াই মসজিদের সম্প্রসারণ ঘটানো হয়। তবে কোনো নোটিশ না দিয়েই মসজিদটি ভাঙা হয়েছে বলে দাবি মসজিদ কর্তৃপক্ষের। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মসজিদ কমিটির মহাসচিব মাতলুব করিম হাফিজ জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মসজিদ ভাঙার কাজ শুরু হয়। মসজিদের সামনের অংশের পাশাপাশি গুঁড়িয়ে দেয়া হয় মাদরাসার দুটি কক্ষও। এসময় সেখানে উপস্থিত ছিল বিপুল সংখ্যক পুলিশ।

মসজিদ কর্তৃপক্ষের অভিযোগ, পূর্বে কোনো নোটিশ দেয়া হয়নি। ১২০ জন দরিদ্র শিশু মাদরাসায় থেকে লেখাপড়া করে। তাদের সবার বয়স পাঁচ থেকে ১৪ বছর।

এদিকে, প্রশাসন বলছে কয়েকমাস আগে মসজিদ সংস্কারের কাজ হয়েছে। সেসময় বিনা অনুমতিতে মাদরাসার কক্ষ বাড়ানো হয়। তাছাড়া, পৌরসভার জায়গাও দখল করে মসজিদ কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version