তাইওয়ান প্রণালি অবরুদ্ধ করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি তাইপের

|

তাইওয়ান প্রণালি ঘিরে যুদ্ধের পাঁয়তারা করছে চীন, এমন অভিযোগ করেছে তাইপে। ভূখণ্ডটিকে অবরুদ্ধ করতে নো ফ্লাই জোন তৈরির পরিকল্পনাও নেয়া হয়েছে বলে দাবি তাইওয়ানের প্রতিরক্ষা দফতরের। যদিও এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে বেইজিং। মহড়া এবং যুদ্ধ প্রশিক্ষণকে নিয়মিত কার্যক্রম আখ্যা দিয়েছে চীন। একই সাথে যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের মহড়ারও সমালোচনা করে শি জিনপিং প্রশাসন। খবর বিবিসির।

তাইওয়ান প্রণালি ঘিরে প্রতি মুহূর্তেই বাড়ছে উত্তেজনা। সম্প্রতি অঞ্চলটিতে সামরিক অভিযানের পরিকল্পনা তুলে ধরে বেইজিং। এরপর থেকেই পাল্টা সতর্ক অবস্থায় রয়েছে তাইপে। তাইওয়ান বলছে, দীপাঞ্চলটিকে ঘিরে যুদ্ধ শুরুর পরিকল্পনা করছে চীন। একারণেই তাইওয়ানকে ঘিরে নো ফ্লাই জোন তৈরির পরিকল্পনা করছে বেইজিং।

এ নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ইয়ান উ শেই বলেন, ১৬-১৮ এপ্রিল এই অঞ্চলকে ঘিরে নো ফ্লাই জোন তৈরির পরিকল্পনা করেছে চীন। যেভাবে তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনা নৌ-বহর, তাতে এটা স্পষ্ট যে এই অঞ্চলে কোনো ধরনের বিমান চলাচল করতে দেয়া হবে না। সমুদ্রসীমার উত্তরে ৮৫ নটিক্যাল মাইল পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে তারা। এতেই স্পষ্ট যে, যুদ্ধের দিকে এগোচ্ছে চীন।

তবে তাইপের এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছে বেইজিং। নো ফ্লাই জোনের কোনো পরিকল্পনাই নেই বলে দাবি চীনের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, নো ফ্লাই জোন নিয়ে যে ধরনের অভিযোগ উঠেছে, এ সম্পর্কে আমরা অবগত নই। এ সম্পর্কে কেন্দ্রীয় প্রশাসনের সাথে বিস্তারিত আলোচনার পরই জানানো সম্ভব হবে।

এদিকে, তাইওয়ানকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফ্রান্স এবং জার্মানি। তাইওয়ান ইস্যুতে পশ্চিমাদের এ ধরনের সহযোগিতার বিষয়টি মোটেই ভালোভাবে নিচ্ছে না শি জিনপিং প্রশাসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply