ঘন ঘন এসআরও জারি বন্ধ করতে হবে: এফবিসিসিআই

|

যখন তখন হুটহাট করে এসআরও জারি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা ব্যবসায় ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটি জানায়, ঘন ঘন এসআরও জারি বন্ধ করতে হবে। আলোচনার ভিত্তিতে সকল পদক্ষেপ নেয়া দরকার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাজেট পরামর্শক কমিটির সভায় এমন তাগিদ দেয়া হয়। এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড যৌথভাবে এই সভার আয়োজন করেছে।

সভায় জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তি করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দেন ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, পাইকারি ও খুচরা পর্যায়ে ভ্যাট কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করলে ব্যবসায় বোঝা কমবে। যারা কর দেয়, তাদের ওপর চাপ না দিয়ে করজাল বাড়ানো প্রয়োজন।

করপোরেট করহার কমিয়ে আনার প্রস্তাব উঠে আসে আলোচনায়। এতে বলা হয়, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করপোরেট কর দেয় দেশের ব্যবসায়ীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply