৭ বছর পর প্রথমবারের মতো খুললো সৌদির ইরানি দূতাবাসের দরজা

|

ছবি: সংগৃহীত

সাত বছর পর প্রথমবারের মতো খোলা হয়েছে সৌদি আরবে অবস্থিত ইরান দূতাবাসের দরজা। বুধবার (১২ এপ্রিল) রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের মূল ফটকটি খোলা ছিল ও সেসময় ইরানের একটি প্রতিনিধিদল ভবনটি পরিদর্শন করেন। খবর আরব নিউজ‘র।

প্রতিবেদনে বলা হয়, এক চুক্তির আওতায় সৌদি আরব ও ইরান পূনরায় নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার ইরানের একটি প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছে। এর কয়েক ঘণ্টা পরেই দেশটির কূটনৈতিক মিশনটির গেট খোলা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, রিয়াদ ও জেদ্দায় দূতাবাস এবং কনস্যুলেট চালুর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে আমাদের প্রতিনিধি দলটি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply