ফৌজদারি মামলায় হাজিরা দিতে ফের নিউইয়র্কে ট্রাম্প

|

সপ্তাহের ব্যবধানে ফৌজদারি মামলায় হাজিরা দিতে ফের নিউইয়র্কে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ এপ্রিল) আদালতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন এ নেতা। এদিন তার বিরুদ্ধে আনা ২৫ কোটি ডলার অর্থ জালিয়াতি মামলায় প্রশ্নের সম্মুখীন হবেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

গত বছরের অক্টোবরে এই মামলার বিচারকাজ শুরু হয়। সম্প্রতি পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়াসহ বেশ কয়েকটি ইস্যুতে ৩৪টি অভিযোগ গঠন করা হয় ট্রাম্পের বিরুদ্ধে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা করেছেন। বুধবার (১২ এপ্রিল) ফ্লোরিডার নির্বাহী আদালতে তিনি এ মামলা করেন। খবর বিবিসির।

মামলায় কোহেনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলা, মিথ্যা তথ্য ছড়ানো, চুক্তি ভঙ্গ করা, প্রকাশ্যে ট্রাম্পকে নিয়ে বিভিন্ন বিবৃতি দেয়া, বই প্রকাশ ও সংবাদমাধ্যমে কথা বলার অভিযোগ আনা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply