Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ে কলকাতা, দেখে নিন একাদশ

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। শুক্রবার (১৪ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে তার খেলার গুঞ্জন ছিল। তবে টাইগার সমর্থকদের হতাশা বাড়িয়ে আরও এক ম্যাচ সাইডলাইনেই বসে রইলেন লিটন।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নিতিশ রানা। সেইসঙ্গে জানিয়েছেন, আগের ম্যাচের উইনিং কম্বিনেশনেই ভরসা রাখছেন তারা। অর্থাৎ আজও একাদশে সুযোগ মেলেনি লিটনের।

প্রথম ম্যাচে হারের পর দুই ম্যাচে জিতেছে কলকাতা। হায়দরাবাদের বিপক্ষে জয় পাওয়া ওই একাদশ নিয়েই নেমেছে কলকাতা। 

কলকাতা নাইট রাইডার্স একাদশ: গুরবাজ, জগদেশাম, নিতিশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, সুরেশ শর্মা, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম (ওধিনায়ক), অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, নটরাজন।

/আরআইএম

Exit mobile version