Site icon Jamuna Television

মরুর দেশ সৌদি আরবে শিলাবৃষ্টি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঘটেছে এ ঘটনা। খবর খালিজ টাইমস‘র।

টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুই জন ব্যক্তি সেই বৃষ্টিতে নেমে উচ্ছ্বাস করছেন, শিলার টুকরোগুলো সংগ্রহ করে ক্যামেরার সমানে তুলে ধরছেন।

মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে গত কয়েকদিন ধরে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। গত ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বৃষ্টির ভিডিও ভাইরালও হয়েছে।

/এনএএস

Exit mobile version