দ্বিতীয়বারের মতো সিলেটের মেয়র নির্বাচিত হলেন আরিফুল হক

|

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ২০১ ভোটে হারিয়েছেন তিনি।

এর আগে, সিটি নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়।

রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহানউদ্দিন বিদ্যালয় কেন্দ্রে ৫৯ শতাংশ অর্থাৎ এক হাজার ৩১২ ভোট পড়েছে। আর ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়ে ৫৮ শতাংশ অর্থাৎ এক হাজার ৫০১ ভোট। কেন্দ্র দু’টিতে মোট ভোট ছিল ৪ হাজার ৭৮৭।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট। অপরদিকে, বিএনপি’র আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৯২ হাজার ৫৯৮ ভোট।

এর আগে, সিলেট সিটি নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে ছিলেন বিএনপি’র আরিফুল হক চৌধুরী। দুটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় এবং কেন্দ্রদুটির ভোটসংখ্যা দু’প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে বেশি হওয়ায় তখন ফলাফল ঘোষণা করা হয়নি।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply