ঐতিহ্যবাহী বিহু নাচে বিশ্ব রেকর্ড ভারতের

|

১১ হাজার নৃত্যশিল্পীর পরিবেশনায় ঐতিহ্যবাহী বিহু নাচে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়লো ভারত। শুক্রবার (১৫ এপ্রিল) সবচেয়ে বড় লাইভ পারফরমেন্সের তকমা অর্জন করেন আসামের শিল্পীরা। খবর এনডিটিভির।

এদিন রঙ্গোলি বিহু উপলক্ষ্যে গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে মঞ্চস্থ হয় এই নাচ। তবে মূল আসর বসেছিল এর একদিন আগে বৃহস্পতিবার। শুক্রবারের আয়োজনে অংশ নেন ১১ হাজার ৩০৪ জন নৃত্যশিল্পী। এসময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা।

আয়োজন শেষে আসামের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় সার্টিফিকেট। বিহু নাচ ছাড়াও প্রথাগত ঢোল বাজিয়েও বিশ্ব রেকর্ড করা হয়েছে। একসাথে আড়াই হাজারের বেশি বাদক ঢোল বাজানোয় অংশ নেন এদিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply