নিজের হাতে মাটি খুঁড়ে মার্কিন দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অ্যান্টনি ব্লিনকেন

|

নিজের হাতে কোদাল নিয়ে মাটি খুঁড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এমন ঘটনা হয়েছে তার ভিয়েতনাম সফরে। শুক্রবার (১৪ এপ্রিল) নতুন মার্কিন দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় হ্যানয়ে। সে আয়োজনেই কোদাল হাতে তুলে নেন ব্লিনকেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন ভিয়েতনামে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক ন্যাপার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দু’দেশের সম্পর্ক জোরদারে নেয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। আরও বেশি সংখ্যক ভিয়েতনামের নাগরিককে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদানের সুযোগ তৈরির কথাও বলেন তিনি।

এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, নতুন দূতাবাস ভবন হবে আট তলা বিশিষ্ট। যার নির্মাণকাজে সময় লাগবে ছয় বছর। এই সময়ে স্থানীয় ১৮০০ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply