সরাইলে দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় উত্তেজনা, স্বজনদের দাবি পুলিশের গুলিতে মৃত্যু

|

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে ফয়সাল নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বজনদের দাবি- পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ফয়সালের।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার মূলবর্গ এলাকার তোফাজ্জলের মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে সূর্যকান্দি গ্রামের আকাশের। এরই জেরে সেদিন দু’জনের হাতাহাতি হয়। গতকাল দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষের লোকজন। চলে ককটেল বিস্ফোরণ। এ সময় সাংবাদিকসহ আহত হয় অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় দোকানপাট। গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন বলেন, সেখানে অনেক বোমা বিস্ফোরণ হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

স্বজনরা দাবি করেন, তাদের একজনের দোকানের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফয়সাল দোকানের পাশে দাঁড়ানো ছিল। দক্ষিণ দিকের থেকে পুলিশ গুলি করতে করতে যায়, তখন ফয়সালের বুকে গুলি লাগে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply