‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংবিধানের মধ্যে থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে’

|

সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংবিধানের মধ্যে থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দীন।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে তার নিজের জীবনের নানা পর্যায় নিয়ে লেখা প্রথম বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ হস্তান্তর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

তিনি জানান, সামনে নির্বাচন; তবে এটা নিয়ে কারো মাথা ঘামানোর দরকার নেই। বাংলাদেশের সংবিধান আছে, সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলেও জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দীন।

এ সময় পদ্মা সেতু ইস্যুতে তিনি বলেন, সরকারের মধ্যে থাকা ছায়া সরকার, সাবেক প্রয়াত এক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বব্যাংকের কথা মতো চলার পরামর্শ দিয়েছিল। তবে সেই প্রচেষ্টা তার একার দৃঢ়তায় সফল হয়নি বলেও জানান তিনি।

এর আগে আগামী প্রকাশনীর প্রকাশক বইটি নতুন রাষ্ট্রপতির হাতে তুলে দেন। জানান, দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply