সোহাগের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের পক্ষ থেকে অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক

|

ছবি: সংগৃহীত

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের পক্ষ থেকে অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক। এমনটা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

ফিফা থেকে ২ বছরের নিষেধাজ্ঞা নেমে এসেছে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে। বেশ কয়েকটি অভিযোগের মধ্যে আর্থিক অনিয়ম একটি। কিন্তু দুদকের কাছে এখনো পর্যন্ত কোনো আর্জি আসেনি। তবে গণমাধ্যমে সোহাগের বিষয়ে তদন্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এ বিষয়ে সরকার কিংবা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

খুরশীদ আলম খান বলেন, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈমের সোহাগের বিষয়ে মন্ত্রণালয় ও বাফুফের পক্ষ থেকে অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক। বাফুফে সভাপতি তার (আবু নাঈমের সোহাগের) পক্ষ নিয়ে সঠিক কাজ করেন নাই। সরকারের উচিত স্বাধীন তদন্ত করা।

আরআইএম/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply