সাংবাদিক মাজহারের বিরুদ্ধে করা ডিএসএ মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

|

দিনাজপুর প্রতিনিধি:

অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জেরে যমুনা টেলিভিশনের রংপুর স্টাফ করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং তাজহাট মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে দাখিলকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের সাংবাদিকরা।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি স্বরূপ কুমার বকসি। এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি একুশে টেলিভিশনের প্রতিনিধি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক বাংলাভিশন রিপোর্টার সুব্রত মজুমদার ডলার, সাবেক সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের গোলাম নবী দুলাল, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মাহফুজুল হক, চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার বিপুল সরকার সানি, নিউজ-২৪ টেলিভিশনের ফখরুল হাসান পলাশ, যুগান্তরের একরাম তালুকদার, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, রতন সিং প্রমুখ।

এছাড়া মানববন্ধন ও সমাবেশে দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টার অংশ হিসেবে যমুনা টেলিভিশনের মাজহারসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। যমুনার ক্রাইম সিনে ওই প্রতিবেদনে বলা হয়েছিল কাউন্সিলর শিপলুর নামে ওয়ারেন্টসহ বিভিন্ন তথ্য ছিল। পুলিশ তাকে গ্রেফতারের মাধ্যমে সেই তথ্য সঠিক হিসেবে প্রমাণিত হয়েছে। তারা অবিলম্বে মাজহারের নামে দাখিলকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা প্রত্যাহার এবং এই কালো আইন বাতিলের দাবি জানান।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply