২০০১ সালে সাহিত্যে নোবেল পাওয়া লেখক ভি এস নাইপল মারা গেছেন।
লন্ডনে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে এই লেখকের বয়স হয়েছিল ৮৫ বছর।
লেখকের পরিবারের বরাত দিয়ে রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভি এস নাইপল ত্রিনিদাদ ও টোবাগোতে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক।
তার পিতামহ ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদ ও টোবাগোতে। সেখানেই ১৯৩২ সালে জন্ম হয় নাইপলের।
নাইপলের বাবা ছিলেন লেখক-সাংবাদিক। পরে সেই পথে হাঁটেন তিনিও।
ভি এস নাইপল ৩০টির বেশি বই লিখেছেন। ১৯৭১ সালে তিনি বুকার পুরস্কার পান।
Leave a reply