ইস্টার সানডে উপলক্ষ্যে মুক্তি পেলেন ১৩০ ইউক্রেনীয়

|

অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে মুক্তি পেলেন ১৩০ ইউক্রেনীয় বন্দি। রোববার (১৬ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা আন্দ্রে ইয়ারমাক। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশ করেন এক বিবৃতি। জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেনা সদস্য, নাবিক ও সীমান্তরক্ষীরা। বাখমুতে চলমান লড়াই থেকে তাদের আটক করে ওয়াগনার গ্রুপ। অনেকেই আহত সহযোদ্ধাদের স্ট্রেচারে করে সীমান্ত পার করেন। এসময় তাদের হাতে ছিলো শান্তির প্রতীক সাদা পতাকা।

ইয়ারমাক বলেন, ইউক্রেনীয় সরকারের কাছে নাগরিকদের জীবন অনেক বেশি মূল্যবান। তাই প্রত্যেক যুদ্ধবন্দিকে দেশে ফেরানোর ওপর গুরুত্বারোপ করছে সরকার। অবশ্য বিনিময়ে কয়জন রুশ সেনাকে মুক্তি দেয়া হয়েছে, সেটি এখনও অনিশ্চিত। গেলো সপ্তাহেই ১০৬ রুশ সৈণ্যের বিনিময়ে ১০০ ইউক্রেনীয় যোদ্ধাকে ফেরত দেয় রাশিয়া।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply