আগামীকাল থেকে জয়দেবপুর-পঞ্চগড় চলবে ঈদের বিশেষ ট্রেন

|

ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামীকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে গাজীপুর থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

জয়দেবপুর জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন। আগামীকাল থেকে ২০ এপ্রিল ও ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল চলবে এই ট্রেন। প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে ট্রেনটি। পরদিন ভোর ৫টা ২৫ মিনিটে পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পৌঁছাবে।

আর পঞ্চগড় থেকে ৬টা ২৫ মিনিটে ছেড়ে ৩টা ৪৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে ট্রেনটি। ট্রেনে একসাথে যেতে পারবেন ৬৮০ জন যাত্রী। ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও, বিরামপুর ও সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply