মহারাষ্ট্রে সরকারি অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

|

ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠান চলাকালে হিট স্ট্রোকে মারা গেছেন ১১ জন। খবর এবিপি নিউজের।

অনুষ্ঠানে গরমজনিত স্বাস্থ্য সমস্যায় অসুস্থও হয়ে পড়েছেন শতাধিক মানুষ। রোববার (১৬ এপ্রিল) রাজ্যের নভি মুম্বাইয়ে আয়োজন করা হয় মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কয়েক হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নিলেও সেখানে ছিল না কোনো ছাউনির ব্যবস্থা। ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েক জনের।

অসুস্থদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য। গেল কয়েকদিন ধরেই দাবদাহ চলছে মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে। বাতাসে আদ্রতা কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply