মসজিদেই শিশুদের মধ্যে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী

|

কোমলমতি শিশুরা যাতে জঙ্গিবাদে না জড়ায় সে বিষয়ে মসজিদ কেন্দ্রিক সচেতনতা তৈরি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, মসজিদ থেকেই মাদক ও নারী সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। কিছু মানুষ ইসলামের মূল বাণী অনুসরণ না করে অন্য ধর্মের প্রতি অবমাননা এবং হামলা করে, যা কখনওই কাম্য নয়।

মূলত, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে চতুর্থ ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ঈদের দিন থেকেই মসজিদগুলোতে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, শান্তির ধর্ম ইসলামের মূল বাণী দেশব্যাপী পৌঁছে দিতেই সারা দেশে মডেল মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমান সরকারের উদ্যোগের কারণেই দেশে প্রথমবারের মতো খুতবা ভাতার প্রচলন হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply