Site icon Jamuna Television

রংপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরের বদরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক পত্রিকা বিক্রেতা মারা গেছেন। তিনি পৌরসভার ষ্টেশন পাড়ার মৃত আব্দুর রবের পুত্র।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রংপুর-বদরগঞ্জ সড়কের পাকের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শফিউল ইসলাম জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে পাকের মাথা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে চালক হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং আরোহী মাহবুব ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস কর্মীরা।

এএআর/

Exit mobile version