সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে চার পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৪০) নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়েছে।
আটকের খবর নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. ক. মো. আশরাফুল হক জানান, কাকডাঙা সীমান্তেবালিয়াডাঙ্গা বাজারে বাইসাইকেলে একজন চোরাকারবারী ভারতে স্বর্ণ পাচার করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালাই আমরা। অভিযানকালে বাই সাইকেলের টায়ারের ভেতরে লুকিয়ে রাখা চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪৬৬ গ্রাম ৪৫০ মিলিগ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ৩৯ লাখ ৩৬ হাজার ৮৩৮ টাকা।
তিনি আরও বলেন, চোরাচালানের কাজে ব্যবহৃত বাই সাইকেলটি জব্দ করা হয়েছে ও আটক করা হয়েছে চোরাকারবারীকে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
/এসএইচ
Leave a reply