দেশের সাংবাদিকতা নারীর প্রতি সংবেদনশীল নয়; বিশিষ্টজনদের মত (ভিডিও)

|

'লিঙ্গ ও বাংলাদেশি গণমাধ্যম' শীর্ষক আলোচনায় অতিথিরা।

দেশের সাংবাদিকতা নারীর প্রতি সংবেদনশীল নয় বলে মনে করেন বিশিষ্টজনরা। এমআরডিআই আয়োজিত জেণ্ডার ও গণমাধ্যম শীর্ষক আলোচনায় এ মত দেন তারা। বলেন, নারীর প্রতি আরও বেশি দায়িত্ববোধের জায়গা তৈরি করতে হবে গণমাধ্যমকে।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারস্থ ডেইলি স্টার ভবনে, ‘লিঙ্গ ও বাংলাদেশি গণমাধ্যম’ শীর্ষক আলোচনার আয়োজন করে সাংবাদিকতায় গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান এমআরডিআই। সেখানে যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের নীতিনির্ধারক ও বিশিষ্টজনরা।

আলোচনায় বক্তারা বলেন, দেশের গণমাধ্যমে কমছে নারীর অংশগ্রহণ। বর্তমানে এটা কমে দাঁড়িয়েছে ১০ শতাংশে। আলোচনাকরা আরও বলেন, সমাজে এখনও নারী-পুরুষে বৈষম্য প্রকট। গণমাধ্যম এখনও নারীর প্রতি যথাযথ ভূমিকা পালন করতে পারছে না বলেও মত দেন তারা।

কর্মস্থলে নারীর প্রতি আরও সহনশীল হওয়ার তাগিদ দেন বক্তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply