উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ফিরতি লেগের লড়াইয়ে আজ চেলসির আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। আর অল ইতালিয়ান কোয়ার্টারে মুখোমুখি হবে নাপোলি ও এসি মিলান। দু’টি ম্যাচই শুরু হবে রাত ১টায়।
স্ট্যামফোর্ড ব্রিজে ফেভারিট হিসেবে চেলসির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ফর্মের বিচারে চেলসির চেয়ে এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল। এবার ঘরের মাঠে প্রতিশোধ নেয়ার মিশন চেলসির সামনে। তবে টানা হারে বিপর্যস্ত ইংলিশ ক্লাবটি। নতুন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনেও মিলছে না সাফল্য।
আরেক ম্যাচে মুখোমুখি হবে ইতালির দুই ঐতিহ্যবাহী ক্লাব নাপোলি ও এসি মিলান। নামের বিচারে মিলান বড় দল হলেও এই মৌসুমটা অনবদ্য কাটছে নাপোলির। ইতালিয়ান লিগে শীর্ষে থাকা দলটি ইতোমধ্যেই চলে গেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে। মিলানের বিপক্ষে সাম্প্রতিক লড়াইয়ে জয়ের বিচারেও এগিয়ে নাপোলি। তবে প্রথম লেগে এসি মিলানের কাছে ১-০ গোলে হেরেছে ক্লাবটি।
ইউএইচ/
Leave a reply