রূপগঞ্জে হাতে তৈরি চাক সেমাই তৈরির ধুম

|

রূপগঞ্জ প্রতিনিধি:

ঈদ উপলক্ষে জমে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারিতাল্লুক গ্রাম। ঈদে হাতে তৈরি চাক সেমাইয়ের চাহিদা থাকায় সকাল-সন্ধ্যা কাজ করছেন কারিগররা। এই চাক সেমাই জেলার গন্ডি পেরিয়ে গাজীপুর, নরসিংদীসহ কয়েকটি জেলায় বিক্রি হয়। সহায়তা পেলে ব্র্যান্ড হিসেবে গড়ে উঠতে পারে রূপগঞ্জের চাক সেমাই, তা মনে করেছন স্থানীয়রা।

ধানী, ছইদানা বা লাচ্ছা সেমাইয়ের পাশাপাশি জনপ্রিয় হাতে তৈরি এই চাক সেমাই। রূপগঞ্জে ৬০টি পরিবার এখনও এই সেমাই তৈরি করছেন। রোজ ৭০ থেকে ৮০ মণ সেমাই তৈরি হয় গ্রামটিতে। কেজিতে ৮৫-৯০ টাকায় বিক্রি হয় এই সেমাই। চাক সেমাই তৈরি করে ভালো উপার্জন করছেন অনেকেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply