তিউনিসিয়ায় আন নাহদা নেতা ঘানুসি গ্রেফতার

|

তিউনিসিয়ার প্রভাবশালী রাজনৈতিক দল আন নাহদা পার্টির প্রধান এবং পার্লামেন্টের সাবেক স্পিকার রাশিদ ঘানুসিকে গ্রেফতার করা হয়েছে। খবর বার্তা সংস্থা এপির।

সোমবার (১৭ এপ্রিল) রাতে নিরাপত্তা বাহিনী ঘানুসির বাড়ি ঘেরাও করে। গ্রেফতারের পর তাকে আল-আওনিয়ার ন্যাশনাল গার্ড ঘাঁটিতে নিয়ে যায়। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়।

এর আগে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার এবং উস্কানিমূলক কার্যক্রমের অভিযোগ আনা হয় ঘানুসির বিরুদ্ধে। গেল ২১ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী আদালতে তলব করা হয়েছিল আন নাহদা পার্টির প্রধানকে।

দীর্ঘদিন ধরেই তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে দেশটিতে। অভিযোগ উঠেছে প্রেসিডেন্টের সমালোচনকারীদের গ্রেফতার এবং গুম করার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply