পণ্যমূল্য নিয়ে স্বস্তির খবর নেই। মূল্যস্ফীতির হার এখন ডাবল ডিজিট ছুঁইছুঁই। অর্থাৎ প্রকৃত দামের চেয়ে প্রায় সাড়ে ৯ ভাগ বেশি দামে পণ্য কিনছে ক্রেতা। যা বাড়বে এপ্রিল মাসেও। এমন আশঙ্কা খোদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের।
পরিকল্পনামন্ত্রী জানান, পণ্যের দাম বৃদ্ধির ক্ষেত্রে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ভূমিকা রাখবে না। অভ্যন্তরীণ কারণে মূল্যস্ফীতি বাড়বে। নতুন ফসল না ওঠা পর্যন্ত স্বস্তির জায়গায় ফিরবে না এই সূচক। এর আগে, গত ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল কিছুটা কম।
এদিকে, অর্থনীতি বিশ্লেষক অধ্যাপক আবু ইউসুফ বলেন, ভর্তুকি মূল্যের পণ্য যাতে প্রকৃত সুবিধাভোগীরা পায় সেই উদ্যোগ নিতে হবে।
/এমএন
Leave a reply