Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ফাইল ছবি

চীন মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত আছে। ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। মঙ্গলবার (১৮ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনের সঙ্গে ফোনালাপে কিন শান্তি আলোচনা শুরু করতে উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, এ উদ্যোগে সহযোগিতা দিতে প্রস্তুত আছে চীন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকিকে কিন বলেছেন, যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরুর প্রতি চীনের সমর্থন রয়েছে। উভয়ের সঙ্গে ফোনালাপেই কিন ‘দুই রাষ্ট্র সমাধানের’ ভিত্তিতে শান্তি আলোচনা এগিয়ে নেয়ার ওপর জোর দিয়েছেন বলে চিনহুয়ার প্রতিবেদনে বলা হয়।

উল্লেখ, ২০১৪ সাল থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে।

ইউএইচ/

Exit mobile version