বাখমুতে ভারী আর্টিলারিসহ বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া: ইউক্রেনীয় জেনারেল

|

পূর্ব ইউক্রেনের বিধ্বস্ত শহর বাখমুতে রাশিয়ার সেনাবাহিনী ভারী কামান এবং বিমান হামলা বাড়িয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের স্থল বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, বর্তমানে শত্রুরা ভারী কামান এবং বিমান হামলার সংখ্যা বাড়াচ্ছে, শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করছে। এটা করতে গিয়ে রুশ বাহিনী বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি করেন তিনি।

এদিকে রাশিয়ার বলছে, বাখমুতে রুশ বাহিনী অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

বাখমুতে যুদ্ধের আগে ৭০ হাজারের বেশি মানুষের বসবাস ছিল। কিন্তু কয়েক মাসের লড়াইয়ে এখন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট দুটি শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply