ঈদে ওটিটিতে দেখবেন যেসব দেশি কন্টেন্ট

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

মারিয়া হোসেন:

টিভি নাটক ও ওটিটির জন্য ঈদ উৎসবকে উপলক্ষ করে নির্মাতা ও অভিনয়শিল্পীদের নানারকম প্রস্তুতি থাকে ঈদের কয়েক মাস আগে থেকেই। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবারের ঈদ সিক্যুয়েলময়। এ বছর ঈদ উৎসবে প্রচারিত হবে একাধিক ওয়েব সিরিজের সিক্যুয়েল।

এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ওটিটি কনটেন্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায়, নির্মাতা আশফাক নিপুণের ‘মহানগর ২’। এ সিরিজ দিয়ে দু’বছর পর ওসি হারুন হয়ে পর্দায় ফিরছেন মোশাররফ করিম। ২০২১ সালে রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি হয়েছিল মহানগরের প্রথম সিজন। যা ওসি হারুনের গ্রেফতারের মধ্য দিয়ে শেষ হয়েছিল। দ্বিতীয় পর্বে নিজেকে তিনি কীভাবে বাঁচাবেন বা আদৌ বাঁচাতে পারবেন কি না, তা দেখার অপেক্ষায় দর্শক। সিরিজটি মুক্তি পাবে হইচই-এ।

এদিকে, দেশের আরেক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। গত বছর মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের এ ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এ চরিত্রটি এবার প্রধান চরিত্র হয়ে আসছে। মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও রাফিয়াত রশিদ মিথিলা।

অন্যদিকে, আরেক দেশি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ নিয়ে আসছে ‘কুহেলিকা’। সামিউর রহমানের পরিচালনায় নারীপ্রধান গল্পের এ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সাফা কবির ও ইয়াশ রোহান। একই প্লাটফর্মে আসছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত কমেডি সিনেমা ‘মেড ইন চিটাগং’।

ওয়েব প্ল্যাটফর্মে ‘নেটওয়ার্কের বাইরে’, ‘উনিশ ২০’-এর মতো কনটেন্ট বানিয়ে প্রশংসিত হয়েছেন মিজানুর রহমান আরিয়ান। এবারের ঈদে দীপ্ত প্লেতে তিনি নিয়ে আসছেন ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’। মুখ্য ভূমিকায় খায়রুল বাশার ও সাবিলা নূর।

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি প্রথমবারের মতো বানিয়েছেন ওয়েব সিরিজ। ‘হোটেল রিলাক্স’ নামের সিরিজটি এবার ঈদে বঙ্গ’তে মুক্তি পাবে। যেখানে অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অন্যান্য চরিত্রে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর প্রায় সবাইকে।

প্রতিবছর ঈদ উপলক্ষে সিনেমা মুক্তির হিড়িক পড়ে। পাশাপাশি টিভি চ্যানেলগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসে। কয়েকবছর ধরে ওটিটি প্ল্যাটফর্মগুলোও ঈদ উপলক্ষে নিয়ে আসছে নতুন সিরিজ ও সিনেমা। এবারের ঈদ উৎসবে এতসব কনটেন্টের ভিড়ে দর্শকের নজর কাড়বে কোনগুলো, তা তো সময়ই বলে দেবে।

/এসএইচ




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply