রাজশাহীতে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায়

|

রাজশাহী ব্যুরো:

তীব্র গরম ও রোদ থেকে পরিত্রাণ পেতে রাজশাহীতে বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে ইস্তিসকার সালাতের আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ নামাজ আয়োজন করা হয়। জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন হামিদী নামাজে ইমামতি করেন।

নামাজ আদায় শেষে তিনি বলেন, কারও ব্যক্তিগত কারণে নয়, এ নামাজে বৃষ্টির জন্য। মহান আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নামাজ পড়েছি। প্রচণ্ড রোদ ও গরম থেকে পরিত্রাণ পেতে নামাজ শেষে মহান আল্লাহর রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

আয়োজকরা বলেন, নামাজ শেষে পুরো দেশ ও জাতির জন্য দোয়া ও বিশেষ করে রাজশাহী জেলাতে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়েছে। এ সময় রাজশাহীর তেরখাদিয়া এলাকার প্রায় ১৪ মসজিদের অন্তত আড়াই শতাধিক মুসল্লি অংশ নেয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply