Site icon Jamuna Television

ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার, জানিয়েছে আবহাওয়া অধিদফতর

প্রতীকী ছবি।

আগামী শুক্রবার (২১ এপ্রিল) বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সে হিসেবে ২২ এপ্রিল দেশে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে ১৪৪৪ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের স্থানাংক সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৯ রমজান) বাংলাদেশে চাঁদ দেখা যাবে। পরদিন শনিবার (২২ এপ্রিল) বাংলাদেশের সকল স্থানেই বড় চাঁদ দেখা যাবে।

আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ, সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

/এম ই

Exit mobile version