বঙ্গবন্ধু সেতু‌ পারাপারে মোটরসাই‌কে‌লের দীর্ঘ সা‌রি

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

ঈদে বা‌ড়ি ফির‌তে শুরু ক‌রে‌ছে সাধারণ মানুষ। এ‌তে উত্তরবঙ্গগামী মানুষ জীব‌নের ঝুঁকি নি‌য়ে পরিবার নি‌য়ে বঙ্গবন্ধু সেতু পার করছেন মোটরসাই‌কে‌ল‌যোগে। এ‌তে বুধবার (১৯ এপ্রিল) ভোর থে‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় আলাদা টোল বুথে শত শত মোটরসাই‌কেলের দীর্ঘ সা‌রি দেখা গে‌ছে।

সরেজমিন বঙ্গবন্ধু সেতু‌তে গি‌য়ে দেখা গে‌ছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পা‌শেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা কর‌ছে। সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাই‌কেল আরোহীদের নির্ধারিত মোটরসাইকে‌লের টোলের টাকা হা‌তে রাখার জন্য মাইকিং কর‌ছে।

মহাসড়কে যাত্রীবাহী বাসের চে‌য়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গে‌ছে। এরমধ্যে মোটরসাই‌কে‌লের সংখ্যাই বেশি।

ময়মনসিংহ থে‌কে উত্তরবঙ্গের উদ্দেশে যাত্রা করা আসাদুল ইসলাম বলেন, ‌ভোররা‌তে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার রওনা হ‌য়ে‌ছি। মহাসড়ক ফাঁকা ছিল বিধায় তাড়াতাড়ি আস‌তে পে‌রে‌ছি। তবে এখানে এসে জ্যামে পড়েছি।

মোটরসাই‌কেল আরোহীরা জানান, ছুটির প্রথমদি‌নে মহাসড়ক ফাঁকা ‌ছিল। ঝা‌মেলা ছাড়াই মোটরসাই‌কেলে বা‌ড়ি যাওয়া সহজ।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, ভোররাত থে‌কেই সেতুতে মোটরসাই‌কেল পারাপারে দীর্ঘ সা‌রি ছিল। মোটরসাই‌কেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply