তাপদাহে পুড়ছে ভারত, দুই রাজ্যে তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪৫ ডিগ্রি

|

প্রচণ্ড তাপদাহে পুড়ছে ভারত। উত্তর প্রদেশের হামিরপুর ও প্রয়াগরাজে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে তাপমাত্রা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

রাজ্যটির গড় তাপমাত্রা ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গসহ বেশিরভাগ রাজ্যেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ওড়িশায় বন্ধ ঘোষণা হয়েছে স্কুল-কলেজ। মে মাসের শেষ পর্যন্ত তাপদাহ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

চলতি সপ্তাহের শুরুতেই মহারাষ্ট্রে এক রাজনৈতিক সমাবেশে অংশ নিয়ে ১২ জন মারা যায় হিটস্ট্রোকে। সম্প্রতি এক প্রতিবেদনে দেখা যায়, ১৯০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতের গড় তাপমাত্রা বেড়েছে শূণ্য দশমিক ৭ শতাংশ। ১৯০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply