সায়দাবাদ বাস টার্মিনালের আশপাশের সড়কে তীব্র যানজট

|

ঈদের সময় ঘনিয়ে এসেছে। আপনজনের সাথে ঈদ উদযাপন করতে যে যেভাবে পারছেন ছুটছেন নাড়ির টানে। ফলে ঢাকা ছাড়তে জলপথ, রেলপথ, আকাশপথের সাথে স্থলপথ বড় এক ভরসার নাম। অন্যান্য পথে তুলনামূলক ভিড় কম থাকলেও শেষ সময়ে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে সড়কপথে।

রাজধানীর সায়দাবাদ ঘুরে দেখা গেছে, সায়দাবাদ বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ব্যাপক ভিড়। পরিবার পরিজন নিয়ে ভোরেই গন্তব্যে রওনা হয়েছেন মানুষ। ফলে সায়দাবাদ বাস টার্মিনালের আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে সকাল থেকেই। এতে বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এদিকে শেষ সময়ে এসেও থেমে নেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়। যাত্রীদের অভিযোগ টিকিট ব্লক করে রেখে বাড়তি টাকা আদায় করছে কাউন্টার কর্তৃপক্ষ। এছাড়া দালালদের দৌরাত্মও ভোগান্তিতে ফেলছে তাদের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply