Site icon Jamuna Television

যুদ্ধ শুরু পর প্রথমবারের মতো কিয়েভ সফরে ন্যাটো মহাসচিব

রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কিয়েভ সফরে গেলেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) হঠাৎ দেশটিতে পা রাখলেন তিনি। মস্কোর আগ্রাসন মোকাবেলায় কিয়েভ প্রশাসনকে সহায়তার অঙ্গীকার করেন তিনি। খবর আল জাজিরার।

সফরে যুদ্ধে নিহত ইউক্রেনীয় যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান স্টলটেনবার্গ। ঘুরে দেখেন রাজধানীর সেন্ট্রাল স্কয়ারে প্রদর্শিত বিধ্বস্ত রুশ সামরিক সরঞ্জাম। এমন সময় ন্যাটো মহাসচিব কিয়েভ সফরে গেলেন যখন, আসন্ন শীতকালকে ঘিরে নতুন যুদ্ধ পরিকল্পনার ছক কষছে দু’পক্ষ। আগামী জুলাইয়ে ন্যাটো সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির প্রতি আহ্বান জানান স্টলটেনবার্গ।

এদিকে ইউক্রেনকে সহায়তায় আরও ১৪টি লেপার্ড টু ট্যাংক দেয়ার ঘোষণা দিয়েছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। ২০২৪ সালের শুরুর দিকে এগুলো পেতে পারে কিয়েভ।

এসজেড/

Exit mobile version