মুসলিম বিশ্বে শুরু ঈদ প্রস্তুতি, মুদ্রাস্ফীতির প্রভাবে আমেজ নেই অনেক দেশে

|

মুসলিম বিশ্বে বইছে ঈদের আমেজ। সাধ্যের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন মুসলিমরা। যদিও বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বিপাকে হাজার হাজার মানুষ। ইয়েমেন, সিরিয়া, লেবাননসহ বেশ কয়েকটি দেশে দোকানপাটে নেই তেমন ভিড়। ঈদের জন্য বাড়তি কেনাকাটার সামর্থ্য নেই দেশগুলোর বেশিরভাগ বাসিন্দারই। অবশ্য চাঁদ দেখা সাপেক্ষে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিন পালিত হবে ঈদুল ফিতর। খবর আরব নিউজের।

সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যস্ত সময় কাটছে ব্যবসায়ীদের। শেষ সময়ে শপিং মল থেকে নিত্যপণ্য সব দোকানেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অবশ্য বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির কারণে অনেক দেশের বাসিন্দাদেরই এবারের ঈদ কাটবে মলিন। বিশেষ করে ঈদের আগে বিশ্বের সবচেয়ে মুসলিম জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় এক কেজি গরুর মাংসের জন্য গুনতে হচ্ছে দেড় লাখ রুপিয়া। যা বাংলাদেশি মুদ্রায় এক হাজার টাকার বেশি। অথচ কয়েকদিন আগেও এটা ১ লাখ চল্লিশ হাজার রুপিয়া। ঈদ সামনে রেখে দেশটিতে সব পণ্যের দামই আরেক দফা বেড়েছে।

সিরিয়া, ইয়েমেনেও নেই ঈদের আমেজ। যুদ্ধ বিধ্বস্ত দেশ দুটিতে সংকট আগেই ছিল, করোনা আর রুশ-ইউক্রেন যুদ্ধে তা আরও তীব্র হয়েছে। আর্থিক সংকটে জর্জরিত লেবানন ও ফিলিস্তিনের দোকানপাটেও ঈদের আগে নেই তেমন ভিড়।

ভারতীয় উপমহাদেশেও এবার অর্থনৈতিক সংকটের প্রভাব পড়েছে। অবশ্য এরমধ্যেই প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির উদ্দেশে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply