আসন্ন নির্বাচনে ইইউ ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

|

আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে গণভবনে যুক্তরাজ্যের বিদায়ী হাইকমিশনার রবার্ট ডিকসন সাক্ষাৎ করতে আসলে একথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রীর সাথে এ সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, রোহিঙ্গা ইস্যুতে তার দেশ বাংলাদেশকে সমর্থন করে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিমান চলাচল খাতে সহযোগিতা আরও জোরদার করার কথাও জানান রবার্ট ডিকসন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply