সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে ইজিবাইক চুরি করে নিয়ে গেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ইফতারের পূর্ব মুহূর্তে এই ঘটনা ঘটে। এদিকে, ইজিবাইক হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারটি।
ইজিবাইক চালক টিটু গাজী আলীপুর নাথপাড়া গ্রামের ফিরোজ গাজীর ছেলে।
ইজিবাইক হারানোর পর টিটু জানায়, শহরের অদূরে আলীপুর বাঁকাল এলাকা থেকে একজন শহরে আসবে বলে ভাড়া ঠিক করে। বলে পানি আনতে যাচ্ছি। এরপর শহরে এসে আব্দুর রাজ্জাক পার্কে নিয়ে যায়। সেখানে গিয়ে ৫০ টাকা দিয়ে ইফতার আনতে বলে। আমি দ্রুত ইফতার নিয়ে ফিরে দেখি ইজিবাইক নেই।
টিটুর পরিবার জানায়, এক মাস আগে ২ লাখ ৪০ হাজার টাকা দিয়ে ইজিবাইকটি কেনা হয়। এখনো দোকানে ৩০ হাজার টাকা বাকি রয়েছে। আমরা এখন নিঃস্ব। রোজগার করে মাকে নিয়ে জীবনযাপন করতো টিটু।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, একটা ছেলে ফাঁকি দিয়ে প্রতারণা করে ইজিবাইক নিয়ে চলে গেছে। আমরা প্রতারককে খুঁজে বের করার চেষ্টা করছি।
/এনএএস
Leave a reply