চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় উদ্দিন সাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সচিব মেজবাহ ।
নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক সাবেক এই সচিব জানান, ঈদ সামনে রেখে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছাতে চাচ্ছি। দলের তৃণমূল নেতা-কর্মীরাও আমাদের সাথে আছেন।
তিনি বলেন, সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি, দলের হাইকমান্ড এ বিষয়ে অবগত। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে চরফ্যাশন মনপুরার মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন।
তিনি আরও বলেন, দলের জন্য কাজ করব দল বিবেচনা করবে। নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকা মার্কা জয় করলে দেশের মুক্তিযুদ্ধের চেতনা টিকবে, সাধারণ মানুষের মাঝে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। দেশের সকল উন্নয়ের অবদান তার।
গত ২ দিনে তিনি তার মায়ের নামে প্রতিষ্ঠিত সাবেরা ফাউন্ডেশনের মাধ্যমে চরফ্যাশন উপজেলার বিভিন্ন গরীব অসহায় ও দুস্থদের মাঝে ১০ হাজার পিস শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছেন।
/এনএএস
Leave a reply