জনপ্রিয় ব্যক্তিত্বদের প্রোফাইল থেকে ব্লু ব্যাজ কেড়ে নেয়া শুরু করেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিদের প্রোফাইল থেকে ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
ব্লু টিক মার্ক হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস, পপ তারকা বেয়ন্স। তবে কিছু তারকাদের ভেরিফাইড টিক এখনও আছে বলে জানা গেছে।
ব্লু টিক হারানো ব্যক্তিত্বদের মধ্যে আরও রয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান।
এর আগে টূইটারের কর্নধার ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এখন থেকে ভেরিফাইড ব্লু টিক পাওয়ার জন্য ব্যবহারকারীকে প্রতি মাসে ৮ মার্কিন ডলার খরচ করতে হবে।
এটিএম/
Leave a reply