পদ্মায় নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে। দু’পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ট্রাকের দীর্ঘ সারি।
এদিকে, লৌহজং পয়েন্টে এবং পাশের বিকল্প চ্যানেলে তীব্র ঘূর্ণি স্রোত এবং নাব্য সংকট দেখা দিয়েছে। এতে গত কয়েক দিন ধরেই ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ১৮টি ফেরির মধ্যে কোন রকমে চলছে মাত্র চার-পাঁচটি।
বিকল্প রুট ব্যবহারের পরামর্শে নতুন ভারী যানবাহনকে ঢুকতে দেয়া হচ্ছে না ঘাটে। তবে আগে থেকেই অপেক্ষায় থাকা কয়েকশ ট্রাকের চালক-শ্রমিকরা পড়েছেন বিপাকে।
বিআইডাব্লউটিসির কর্মকর্তারা বলছেন, তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে খনন কাজ। আগামী কয়েক দিনের মধ্যে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক না হলে এবারের ঈদে ঘরে ফেরা মানুষের পাশাপাশি কোরবানির পশু পরিবহনেও ভোগান্তির
আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
যমুনা অনলাইন: কেআর
Leave a reply