মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে স্বস্তির খবর য়্যুভেন্তাস শিবিরে। দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের দায়ে কেটে নেয়া ১৫ পয়েন্ট আপাতত ফিরে পাচ্ছে য়্যুভেন্তাস। এতে পয়েন্ট টেবিলে সাত থেকে তিন নম্বরে উঠে এসেছে তারা।
ইতালির একটি ফুটবল আদালত গত জানুয়ারিতে য়্যুভেন্তাসকে ১৫ পয়েন্ট জরিমানা করেছিল। দেশটির শীর্ষ ক্রীড়া সংস্থা বৃহস্পতিবার (২০ এপ্রিল) ফুটবল ফেডারেশনের আদালতকে তাদের আগের রায়টি পর্যালোচনা করতে বলেছে।
আগের দিন তিন ঘণ্টার শুনানির পর মামলাটি এখন ফুটবল ফেডারেশনের আপিল আদালতে ফেরত পাঠানো হয়েছে। ওই সময়ে পয়েন্ট কেটে নেয়ার পাশাপাশি ক্লাবের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লিসহ মোট ১১ জন পরিচালককে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও দিয়েছিল আদালত। আগনেল্লি সাবেক ক্রীড়া পরিচালক ফাবিও পারাতিচিসহ বেশ কয়েক জনের নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
এটিএম/
Leave a reply