লিগ ওয়ানে শুক্রবার দিবাগত রাতে মাঠে নামছে লিওনেল মেসির পিএসজি। রাত ১টায় অঁজের আতিথ্য নেবে দলটি।
পয়েন্ট টেবিলের শীর্ষ দলের বিরুদ্ধে একবারে তলানিতে থাকা দলের লড়াইয়ে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে পিএসজি। ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে সবার থেকে এগিয়ে মেসির দল। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই ৮ পয়েন্ট পিছিয়ে। শিরোপা নিজেদের করে নিতে এই ম্যাচ জিতে আরও এগিয়ে যেতে চাইবে পিএসজি। সেক্ষেত্রে প্রতিপক্ষ অঁজ আছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ২০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট দলটির।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান সুসংহত করতে রাতে মাঠে নামবে আর্সেনাল। সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের মাঠে রাত ১ টায় মাঠে নামবে গানাররা।
এই ম্যাচে আর্সেনালের সামনে সুযোগ থাকছে নিজেদের অবস্থানকে আরও শক্ত করে নেয়ার। ইপিএলে ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল ম্যানচেস্টার সিটি থেকে এগিয়ে আছে ৪ পয়েন্ট ব্যবধানে। যদিও সিটিজেনরা এক ম্যাচ কম খেলেছে।
এছাড়া, সাউদাম্পটনের বিপক্ষে পরিসংখ্যানেও বেশ এগিয়ে গানাররা। ৯৫ দেখায় রয়েছে ৪৬ জয়। আর সাউদাম্পটন জয় পেয়েছে মাত্র ২৩ ম্যাচে।
/এমএন
Leave a reply