জমি বিতর্কে বিশ্বভারতীর ডাকা শুনানিতে উপস্থিত না হওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর এবিপির।
কর্তৃপক্ষ জানিয়েছে, জমি উদ্ধার ইস্যুতে ১৯ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়। তবে ওইদিন অমর্ত্য সেন বা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এরই প্রতিক্রিয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চূড়ান্ত নোটিশ দিয়েছে বিশ্বভারতী।
নোটিশে বলা হয়, আগামী ৬ মে’র মধ্যে অমর্ত্য সেনকে তার বাড়ি প্রতিচী খালি করে দিতে হবে। এর ব্যত্যয় হলে অমর্ত্য সেনকে উচ্ছেদে বল প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনের ‘প্রতীচী’ নিয়ে মতবিরোধ চলছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অন্যায়ভাবে শান্তি নিকেতনের জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন।
/এমএন
Leave a reply