Site icon Jamuna Television

নিজেদের প্রস্তুতি জানান দিতে এবার মহড়া চালালো তাইওয়ান

চীনের তিন দিনের সামরিক মহড়ার পর নিজেদের প্রস্তুতি জানান দিতে এবার মহড়া চালালো তাইওয়ান। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) তাইপে নিয়ন্ত্রিত চীনা উপকূলের নিকটবর্তী মাতসু দ্বীপপুঞ্জে ছিল এই কর্মসূচি। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পরিস্থিতি মোকাবেলার অনুশীলন করে জরুরি বিভাগের কর্মীরা। চীনের হুমকির জবাবে নিজেদের সতর্ক রাখতেই এ মহড়ার আয়োজন বলে জানায় কর্তৃপক্ষ। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। গেলো সপ্তাহে তাইওয়ান ঘিরে বিশাল মহড়া চালায় বেইজিং।

/এমএন

Exit mobile version