যুদ্ধের জন্য ৪ লাখ সৈন্য নিয়োগ করতে চায় মস্কো

|

ইউক্রেনে চলমান যুদ্ধের মাঝেই সামরিক বাহিনীতে যোগদানে চটকদার বিজ্ঞাপন দিয়েছে রুশ সেনাবাহিনী। রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করে এ বিজ্ঞাপন দেয়া হয়। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রধান সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপনটি। রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে সেনাবাহিনীর পরিধি বাড়ানোর চেষ্টা করছে মস্কো। এজন্যই জোরেশোরে চালানো হচ্ছে প্রচারণা। যুদ্ধের জন্য প্রায় ৪ লাখ পেশাদার সৈন্য নিয়োগ করতে চাইছে দেশটি। দেয়া হচ্ছে সর্বনিম্ন প্রায় আড়াই হাজার ডলার বেতনের প্রতিশ্রুতিও। যুদ্ধ শুরুর পর থেকে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি মস্কো। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, নিহতের সংখ্যা কয়েক হাজার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply